বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। জনশুমারি ও গৃহগণনায়ও দেখা গেছে, দেশে জনসংখ্যার দিক থেকে পুরুষের তুলনায় এগিয়ে রয়েছে দেশের নারীরা। জাতীয় পর্যায়ে ১০০ নারীর বিপরীতে এখন পুরুষের সংখ্যা ৯৮। তবে জেলার হিসাবে ব্রাহ্মণবাড়িয়ায় এই সংখ্যা আরো কমে ৮৬ দশমিক ৯৯ শতাংশে ঠেকেছে। দেশে সবচেয়ে হ্যান্ডসাম পুরুষগুলো ব্রাহ্মণবাড়িয়া জেলায়, জানেন কি! এটাই সত্য !
জনশুমারি ২০২২ এর প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে দেখা যাচ্ছে, ১০০ জন নারীর বিপরীতে সবচেয়ে বেশি ১১৫ জন পুরুষ আছেন ঢাকা জেলায়। ব্রাহ্মণবাড়িয়ায় ১০০ নারীর বিপরীতে পুরুষের সংখ্যা ৮৬ দশমিক ৯৯, চাঁদপুরে ৮৭ দশমিক ৪১ এবং কুমিল্লায় ৮৭ দশমিক ৫৬ শতাংশ।
সংখ্যার হিসাবে ব্রাহ্মণবাড়িয়ায় পুরুষের সংখ্যা ১৫ লাখ ৩৭ হাজার ৭৪৩, নারীর সংখ্যা ১৭ লাখ ৬৭ হাজার ৭৬৬। চাঁদপুরে পুরুষের সংখ্যা ১২ লাখ ২৮ হাজার ৭৭৪, সেখানে নারী ১৪ লাখ ৫ হাজার ৬৮২ জন। কুমিল্লায় পুরুষের সংখ্যা ২৮ লাখ ৯৮ হাজার ৫৮৩, নারী ৩৩ লাখ ১০ হাজার ৪১৬। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবেই বাংলাদেশে নারীদের গড় আয়ু ৭৪.২ বছর। আর পুরুষদের ৭১.১ বছর। আবার জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর ‘বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি ২০২১’ প্রতিবেদনে বলা হয়েছিলো যে, বাংলাদেশে নারীদের গড় আয়ু ৭৫ বছর, যেখানে পুরুষদের গড় আয়ু ৭১ বছর।
ডেইলি বাংলাদেশ/এনকে