প্রতিবেশীর ছাগল চুরি করে জবাই করার অভিযোগে, মো. রেজাউল করিম রাজন (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে, গ্রেফতার করেছে পুলিশ, পটুয়াখালীর দুমকিতে। বুধবার (২৭ জুলাই) রাতে গ্রেফতারের পর বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতার রেজাউল করিম উপজেলার আংগারিয়া ইউনিয়নের আংগারিয়া গ্রামের মৃত নুরুল হক হাওলাদারের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেজাউল করিমের প্রতিবেশী আবু গাজী দুই বছর আগে তার বসতবাড়ির পশ্চিম পাশ মাটি দিয়ে ভরাট করে বাঁধ দেন। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার সকালে রেজাউল ওই বাঁধ কাটতে যান। এ সময় আবু গাজী বাধা দিলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় রেজাউল তার হাতে থাকা দা দিয়ে আবু গাজীকে খুন করার হুমকি দিয়ে চলে যান।
পরে বিকেলে আবু গাজীর গৃহপালিত একটি ছাগল রেজাউলের বাড়িতে গেলে পূর্বশত্রুতার জেরে তিনি ছাগলটি জবাই করেন। এ ঘটনায় আবু গাজী বাদী হয়ে বুধবার রাতে রেজাউলের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, অভিযোগের ভিত্তিতে বুধবার রাতেই রেজাউল করিমকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।